Last Updated: Saturday, February 2, 2013, 20:06
পঞ্চায়েত নির্বাচনের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ ভাতা, পদন্নোতি সহ ডব্লিউবিসিএস অফিসারদের একাধিক দাবিদাওয়া আজ মেনে নিলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শনিবার টাউন হলে ডব্লিউবিসিএস এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিকসভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের একাধিক দাবি পেশ করেন রাজ্যের আমলারা। তাঁদের বেশিরভাগ দাবিই এদিন মেনে নিলেন মুখ্যমন্ত্রী। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের কোন কোন দাবি এদিন মঞ্জুর হল।