ফিফার শাস্তির মুখে বেকেন বাওয়ার

অবাধ্য কাইজারকে শাস্তি, জার্মান কিংবদন্তি নিষিদ্ধ ৯০ দিন

অবাধ্য কাইজারকে শাস্তি, জার্মান কিংবদন্তি নিষিদ্ধ ৯০ দিনবিশ্বকাপ বিডিং নিয়ে তদন্তে সহযোগিতা না করার অভিযোগে ফিফার শাস্তির মুখে বেকেনবাওয়ার। ফিফা জানিয়েছে নব্বই দিন অর্থাত্‍ আগামি তিন মাস ফুটবলের সঙ্গে জড়িত কোনকিছুর সঙ্গেই যুক্ত হতে পারবেন না এই প্রাক্তন জার্মান ফুটবলার।

ফিফার কার্যনির্বাহী কমিটির সদস্যপদেও রয়েছেন বেকেন বাওয়ার। ফিফার অভিযোগ দুহাজার আঠারো ও দুহাজার বাইশ বিশ্বকাপ বিডিং নিয়ে তদন্তে সহযোগিতা চাওয়া হয়েছিল বেকেন বাওয়ারের কাছে। প্রাক্তন জার্মান ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, ফিফার আইনজীবী মাইকেল গারসিয়া তার কাছে গিয়ে কিছু বিষয় জানতে চাইলে দুবার তাকে ফিরিয়ে দেন। এরপরেই বেকেন বাওয়ারকে তিনমাসের জন্য ব্যান করার সিদ্ধান্ত নেয় ফিফা।

First Published: Saturday, June 14, 2014, 15:23


comments powered by Disqus