Last Updated: Saturday, June 14, 2014, 13:11
বিশ্বকাপ বিডিং নিয়ে তদন্তে সহযোগিতা না করার অভিযোগে ফিফার শাস্তির মুখে বেকেনবাওয়ার। ফিফা জানিয়েছে নব্বই দিন অর্থাত্ আগামি তিন মাস ফুটবলের সঙ্গে জড়িত কোনকিছুর সঙ্গেই যুক্ত হতে পারবেন না এই প্রাক্তন জার্মান ফুটবলার।