behala

বেহালার মিলন পার্কে বিবাদের জেরে হামলা, আহত একই পরিবারের ৩ জন

বাড়ির পাঁচিল তৈরিকে কেন্দ্র করে বিবাদের জেরে হামলা। হামলায় আহত হলেন একই পরিবারের তিনজন। এঘটনা ঘটেছে বেহালার মিলন পার্ক এলাকায়। আক্রান্ত পরিবারের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর সংহিতা দাসের স্বামীর নেতৃত্বে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।

ট্যাক্সিচালক উমেশ সিংয়ের অভিযোগ, সকালে তাঁর বাড়ির পাঁচিল তৈরির কাজ চলার সময় হামলা চালায় পঞ্চাশ- ষাট জনযুবক। স্থানীয় কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাস হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ উমেশ সিংয়ের। অঞ্জন দাস নিজে ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। হামলায় গুরুতর আহত উমেশ সিংয়ের মা ভাগ্যমনি দেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়।

তবে তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অঞ্জন দাস। তাঁর পাল্টা দাবি, বুধবার সকালে ওই বাড়িতে মাটি ফেলার কাজ আটকে দেন প্রতিবেশীরা। এরপরেও জোর করে মাটি ফেলতে গেলে প্রতিবেশীরাই ওই পরিবারের সদস্যদের মারধর করেন। অঞ্জন দাসের দাবি, তিনিই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর ব্যবস্থা করেন। অঞ্জন দাসের নেতৃত্বেই ভাঙচুর ও হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা,এই অবস্থান থেকে সরতে রাজি নন উমেশ সিং।


First Published: Wednesday, February 12, 2014, 17:36


comments powered by Disqus