milan park clash - Latest News on milan park clash| Breaking News in Bengali on 24ghanta.com
বেহালার মিলন পার্কে বিবাদের জেরে হামলা, আহত একই পরিবারের ৩ জন

বেহালার মিলন পার্কে বিবাদের জেরে হামলা, আহত একই পরিবারের ৩ জন

Last Updated: Wednesday, February 12, 2014, 17:36

বাড়ির পাঁচিল তৈরিকে কেন্দ্র করে বিবাদের জেরে হামলা। হামলায় আহত হলেন একই পরিবারের তিনজন। এঘটনা ঘটেছে বেহালার মিলন পার্ক এলাকায়। আক্রান্ত পরিবারের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর সংহিতা দাসের স্বামীর নেতৃত্বে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।