Last Updated: November 11, 2012 19:58

ঐতিহ্যের বেটন কাপ চ্যাম্পিয়ন হল ইন্ডিয়ান অয়েল। এই নিয়ে পরপর দুবার চ্যাম্পিয়ন হল তারা। রবিবার সাইতে ফাইনালে ৫-২ গোলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে হারিয়ে দেয় ইন্ডিয়ান অয়েল। তাদের হয়ে দুটি গোল করেন রোশন মিঞ্জ, একটি করে গোল করেন গুরজিন্দর সিং, বিকাশ শর্মা ও দীপক ঠাকুর। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হয়ে গোল করেন জলবিন্দর সিং ও লখবিন্দর সিং।
খেলার প্রথমার্ধের শুরুতে গুরজিন্দর ও বিকাশের গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান অয়েল। এই অর্ধে একটি গোল শোধ করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল ইন্ডিয়ান অয়েল। দ্বিতীয়ার্ধে রোশন মিঞ্জ পরপর দুটি গোল করে ইন্ডিয়ান অয়েলকে এগিয়ে দেন। পঞ্জাবের পক্ষে লখবিন্দর একটি গোল শোধ করলেও খেলার শেষ মুহূর্তে দীপক ঠাকুর গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এদিকে, লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দলের হতাশজনক পারফরম্যান্সের জন্য হকি ইন্ডিয়া ও ইন্ডিয়ান হকি ফেডারেশনকে সরাসরি দায়ী করলেন প্রভজোত সিং। ভারতের এই হকি তারকা কোচ মাইকেল নবসকেও একহাত নিয়েছেন। তাঁর মতে ভারতের কোচ হওয়ার যোগ্যতাই নেই নবসের। ভারতের অপর হকি তারকা দীপক ঠাকুর নবসের সমালোচনা করলেও মনে করেন আরও কিছুদিন এই অসি কোচকে সময় দেওয়া উচিত।
First Published: Sunday, November 11, 2012, 19:58