punjab national bank - Latest News on punjab national bank| Breaking News in Bengali on 24ghanta.com
ঐতিহ্যের বেটনে ফের `বাদশা` ইন্ডিয়ান অয়েল

ঐতিহ্যের বেটনে ফের `বাদশা` ইন্ডিয়ান অয়েল

Last Updated: Sunday, November 11, 2012, 19:58

ঐতিহ্যের বেটন কাপ চ্যাম্পিয়ন হল ইন্ডিয়ান অয়েল। এই নিয়ে পরপর দুবার চ্যাম্পিয়ন হল তারা।  রবিবার সাইতে ফাইনালে ৫-২ গোলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে হারিয়ে দেয় ইন্ডিয়ান অয়েল। তাদের হয়ে দুটি গোল করেন রোশন মিঞ্জ, একটি করে গোল করেন গুরজিন্দর সিং, বিকাশ শর্মা ও দীপক ঠাকুর। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হয়ে গোল করেন জলবিন্দর সিং ও লখবিন্দর সিং।