Last Updated: May 10, 2014 23:33
বেলঘরিয়া তৃণমূলের তাণ্ডব। সিপি আই এম অফিসে হামলা। বেলঘরিয়া সিপিআইএম অফিসেও হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আহত ৭ সিপিআইএম কর্মী। হাসপাতালে ভর্তি ৩ জন। ঘটনাস্থলে অসীম দাশগুপ্ত। এলাকায় প্রবল উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত। গোটা বেলঘরিয়ে জুরে দাপিয়ে বেরাচ্ছে বাইক বাহিনী।
বেলঘরিয়া হামলায় গুরুতর আহত সিপিআইএম যুব নেতা সায়নদীপ মিত্র। তিনি ডিওয়াইএফআই এর সভাপতি। হাসপাতালে ভর্তী করানো হয়েছে।
বিমান বসুর প্রতিক্রিয়া-
`নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে আক্রমণ`
`সায়নদীপ মিত্রের ওপর বর্বর আক্রমণ`
`আক্রমণ সিপিআইএম কর্মীদের ওপর`
`এ ঘটনায় আমরা স্তম্ভিত`
`শীঘ্র পদক্ষেপ নিতে হবে`
`কী করছে কমিশন, কী করছে প্রশাসন?`
প্রশ্ন তুললেন বিমান বসু
গৌতম দেবের প্রতিক্রিয়া-
`দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে`
`কাল সকাল ৯টার মধ্যে ব্যবস্থা নিতে হবে`
`না হলে প্রতিবাদে নামবে বামফ্রন্ট`
`হাজার হাজার মানুষ যাবেন`
`হাসপাতালে সায়নকে দেখতে`
First Published: Saturday, May 10, 2014, 23:33