Last Updated: Monday, April 9, 2012, 14:47
অভিনব কায়দায় চুরি হল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার আদ্যাপীঠের কাছে একটি বাড়িতে। বাড়ির বাসিন্দা তরুণ আঢ্য, সাধনা আঢ্য এবং তাঁদের দুই সন্তান। বেশ কিছু দিন ধরেই সাধনাদেবীর মোবাইলে হুমকি এবং অশ্লীল এসএমএস আসছিল। বিষয়টি তিনি জানান বেলঘরিয়া থানায়। এরপরই সাধনা আঢ্যর মোবাইলে হুমকি এসএমএস আসে। তাঁদের বাড়িতে ক্ষতি করা হবে বলা হয়।