Last Updated: March 16, 2012 09:54

স্কুল ছাত্রের জখম হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার বেলুড় এলাকায়। বৃহস্পতিবার রাত ৯`টা নাগাদ দীপঙ্কর হালদার নামে স্থানীয় এক কিশোরকে রক্তাক্ত অবস্থায়, বেলুড় মঠের পাশে নিচু শেখ লেনে পড়ে থাকতে দেখেন এক বাসিন্দা।
তাঁরাই ওই কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে, নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। দীপঙ্কর হালদারের শারীরিক অবস্থার অবনতি হলে, রাতেই তাকে রেফার করা হয় এনআরএস মেডিক্যাল কলেজে।
কিভাবে মহেন্দ্র বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রের ওই অবস্থা হল, তা এখনও পুলিসের কাছে স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ইঁট নয়। ধারালো কোনও অস্ত্র দিয়েই আঘাত করা হয় দীপঙ্করের মাথায়। ঘটনা কে বা কারা জড়িত সেবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিস।
জিজ্ঞাসাবাদের জন্য দীপঙ্করের দুই বন্ধুকে আটক করা হয়েছে। সন্দেহ, প্রণয় ঘটিত কারণেই বেলুড়ের লালবাবু শায়ন রোডের বাসিন্দা দীপঙ্কর হালদারকে মারার চেষ্টা করা হয়েছে। শুক্রবার তার একাদশ শ্রেণির পরীক্ষা ছিল। ঘটনার তদন্ত চলছে।
First Published: Friday, March 16, 2012, 09:54