Last Updated: Saturday, March 8, 2014, 16:32
রিজার্ভেশন ছিল। তবু ঝাড়গ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠতে পারলেন না ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র স্বর্ণাভ বাগচী। কারণ বারবার কামরার দরজায় ধাক্কা দেওয়া সত্ত্বেও কেউ দরজা খোলেননি। তারপর প্রায় মিনিট ১৫ চলন্ত এক্সপ্রেসে ট্রেনে ঝুলে থেকে সহযাত্রীদের দয়ায় কামরায় ওঠেন তিনি। পুলিস, টিটিই কাউকেই ট্রেনে দেখা যায়নি। ফলে কেউই সাহায্যের জন্য এগিয়েও আসেননি। হাওড়া স্টেশনে পৌছে অভিযোগ জানানোর পর কর্তৃপক্ষের দায়সারা উত্তর--দু, আড়াই মাস পর অভিযোগের উত্তর পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু তাতে কী থাকবে, কেউই জানেন না।