Last Updated: May 7, 2014 22:25

লোকসভা নির্বাচনের অষ্টম দফায় ভোট নেওয়া হল পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ৬৪ আসনে। এদিনের ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণ ছিল বলেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
এদিন উত্তর প্রদেশে ৫৫.৫২%, বিহারে ৫৮%, উত্তরাখণ্ডে ৬২%, সীমান্ধ্রে ৭৬% এবং জম্মু-কাশ্মীরে প্রায় ৫০% ভোট পড়েছে।
বিহারে বুথের বাইরে পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে একজনের। ভোটদান পর্ব ঘিরে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে সীমান্ধ্রে। এদিন একাধিক জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়েন টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের সমর্থকেরা। আজকের ভোটে যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল তাদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, বরুণ গান্ধী, রামবিলাস পাশোয়ান, রাবড়ি দেবী, রাজীব প্রতাপ রুডি,স্মৃতি ইরানি, ক্রিকেটার মহম্মদ কাইফ প্রমুখ। এপর্যন্ত আট দফায় মোট চারশো আটত্রিশটি আসনে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। নবম তথা শেষ দফায় বারোই মে ভোট নেওয়া হবে আরও একচল্লিশটি আসনে।
First Published: Wednesday, May 7, 2014, 22:25