Last Updated: Thursday, May 29, 2014, 19:58
সংসদে ম্যাজিক ফিগারের সঙ্গে গ্ল্যামারেও জমিয়ে রেখেছে বিজেপি। বলিউডের তারকা সমাগমে সংসদ এখন জমজমাট। বিনোদ খন্না, শত্রুঘ্ন সিনহা, পরেশ রাওয়াল, হেমা মালিনী, কিরণ খের ব্রিগেডে সংসদ এখন চাঁদের হাট। সঙ্গে রয়েছেন মনোজ তিওয়ারি, স্মৃতি ইরানি,বাবুল সুপ্রিয়। তৃণমূলের দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায় সংসদের গ্ল্যামার বাড়িয়েছেন আরও কিছুটা।