bengal gets 12 train out of 72

অন্তর্বর্তী রেল বাজেটে বাংলা পেল ১২টি নতুন ট্রেন

অন্তর্বর্তী রেল বাজেটে বাংলা পেল ১২টি নতুন ট্রেনঅন্তর্বর্তী রেল বাজেট হলেও বাংলার প্রাপ্তি খারাপ নয়। দেশের ৭৩টি নতুন ট্রেনের মধ্যে ১২টি পেল এ রাজ্য। মোট ১৭টি প্রিমিয়াম ট্রেনের মধ্যেও ৬টি বাংলার দখলে। এই কৃতিত্ব রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বলেই দাবি কংগ্রেসের।

ইউপিএ-টুর বিদায় বেলায় অন্তর্বর্তী রেল বাজেটে রাজ্যের জন্য কতটা ছিনিয়ে আনতে পারবেন অধীর চৌধুরী? নজর ছিল সকলের। দিনের শেষে পর্যবেক্ষক মহলের মত, চ্যালেঞ্জে অনেকটাই সফল রেল প্রতিমন্ত্রী। বাজেটে এবার ১২টি নতুন ট্রেন পেয়েছে এ রাজ্য। মোট যেখানে ১৭টি প্রিমিয়াম ট্রেন পেয়েছে গোটা দেশ, সেখানে শুধু পশ্চিমবঙ্গেরই প্রাপ্তি ছয়।

এর মধ্যে আছে-

শিয়ালদহ-যোধপুর এসি এক্সপ্রেস। চলবে সপ্তাহে দু দিন।
হাওড়া-পুণে এসি এক্সপ্রেস। চলবে সপ্তাহে দুদিন।
মুম্বই-হাওড়া এসি এক্সপ্রেস। সপ্তাহে দুদিন চলবে।
কাটরা-হাওড়া এসি এক্সপ্রেস। চলবে সপ্তাহে এক দিন।
কামাখ্যা-নিউ দিল্লি ভায়া নিউ জলপাইগুড়ি।
এবং কামাখ্যা-চেন্নাই ভায়া মালদা। এই ট্রেনটিও চলবে সপ্তাহে দু দিন।

এই ছটি প্রিমিয়াম ট্রেন ছাড়াও চারটি নতুন এক্সপ্রেস ট্রেনও এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে।

হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস
মালদা টাউন-আনন্দ বিহার এক্সপ্রেস,
রাঁচি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, এবং
সাঁতরাগাছি-আনন্দবিহার এক্সপ্রেস।

দুটি MEMU ট্রেনও পেয়েছে পশ্চিমবঙ্গ।

যার একটি চলবে সাঁতরাগাছি-ঝাড়গ্রামের মধ্যে।
আরেকটির যাত্রাপথ বালুরঘাট-হাওড়া।

অন্তর্বর্তী বাজেটে রেলমন্ত্রী ঘোষণা করেছেন, চলতি আর্থিক বর্ষেই রাজ্যে তিনটি ডবল লাইনের কাজ শেষ হবে।

পাঁশকুড়া-শ্যামচকের মধ্যে থার্ড লাইনের কাজ শেষ হবে।
জিরাট-অম্বিকা কালনার মধ্যে ডবল লাইনের কাজ শেষ হবে।
এবং মগরাহাট-ডায়মণ্ডহারবারের মধ্যেও ডাবল লাইনের কাজ শেষ হয়ে যাবে এবছর।

রেলমন্ত্রী জানিয়েছেন, ডানকুনিতে ডিজেল কমপোনেন্ট কারখানায় কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজ্যের মেট্রোর জন্য এই বাজেটে কোনও ঘোষণা হয়নি।

First Published: Wednesday, February 12, 2014, 17:11


comments powered by Disqus