Last Updated: Tuesday, July 8, 2014, 15:26
কেন্দ্রীয় রেলমন্ত্রী সদানন্দ গৌড়া সদ্য পেশ করা রেল বাজেটে ৫৮টি নতুন ট্রেনের কথা ঘোষণা করলেন। তার সঙ্গেই জানালেন ১১টি ট্রেনের যাত্রাপথ দীর্ঘায়িত করা হবে। মুম্বই থেকে আহমেদাবাদ অবধি বুলেট ট্রেনের কথা ঘোষণা করেছেন তিনি। নটি রুটে হাই-স্পিড ট্রেনের হীরক চতুর্ভুজ গঠন করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।