Last Updated: November 16, 2012 18:18

তেহট্ট নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ খুলেই এসডিপিওর পাশে দাঁড়ালেন। এসডিপিও-র বাড়িতে হামলা সমর্থনযোগ্য নয় বলেই জানিয়েছেন তিনি। তেহট্টের ঘটনায় সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজি ইনডোরে কলকাতা পুলিসের অনুষ্ঠানে তেহট্টের ঘটনার নিন্দা করে তিনি বলেন, "ঘটনা নিয়ে রঙ চড়ানো হচ্ছে।" এই ঘটনার পিছনে কারা জড়িয়ে আছে তাও খতিয়ে দেখার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নদিয়ার তেহট্টে পুলিসের গুলি চালানোর ঘটনার দু`দিন দিন কেটে যাওয়ার পর অবশেষে মহাকরণে মুখ খোলেন স্বরাষ্ট্রসচিবও। শুক্রবারই মহাকরণে এক সাংবাদিক বৈঠকে বাসুদেব বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্য সরকারের তরফে সেদিনের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। নিহত অশোক সেনের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেইসঙ্গে, তাঁর পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন তেহট্ট স্পর্শকাতর এলাকা। শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষাই প্রশাসনের প্রাথমিক কাজ।
পদক্ষেপ নিলেও তেহট্টে পুলিসের গুলি চালানোর ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রসচিব। ঘটনাটি `ষড়যন্ত্র` কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পুলিসের গুলি চালনোর ফুটেজ ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছ থেকে সংগ্রহ করেছে প্রশাসন। কোন পরিস্থিতে পুলিস গুলি চালাতে বাধ্য হল, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। কোন দিক (অ্যাঙ্গল) থেকে পুলিসের গুলি চালানোর ছবি সংগ্রহ করা হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে আজ মহাকরণে দাঁড়িয়ে স্বরাষ্ট্রসচিবের ব্যাখ্যা নিয়ে বেশ কয়েকটি পাল্টা প্রশ্নও উঠেছে। ওই ঘটনায় স্থানীয় থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হলেও যাঁর বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে সেই শৈলেশ শাহ-এর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একাংশের মতে ওসি বদলির মধ্যে দিয়ে শুধুমাত্র দায় সারতে চেয়েছে সরকার। অন্যদিকে, একজন সাধারণ মানুষের মৃত্যুতে সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন পুলিসের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল না, সে নিয়েও উঠছে প্রশ্ন।
নদিয়ার তেহট্টে জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে বচসার জেরে গত বুধবার সকালে পুলিস গুলি চালায়। পুলিসের গুলিতে অশোক সেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর জখম আরও দু`জন।
First Published: Friday, November 16, 2012, 21:15