Last Updated: Monday, October 17, 2011, 14:20
রাজ্যে গণবন্টন ব্যবস্থার দূর্ণীতি খতিয়ে দেখতে যে বিশেষ কমিটি গঠিত হচ্ছে তাতে নিজেদের যাবতীয় পরিকাঠামো দিয়ে সাহায্য করবে নির্বাচন কমিশন। পাশাপাশি, যে সমস্ত ভূয়ো রেশন কার্ড ইতিমধ্যেই রাজ্যের খাদ্য দফতর বাজেয়াপ্ত করেছে, সেগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার পরিচয়পত্র বৈধ কি না তাও খতিয়ে দেখবে কমিশন। আজ সকালে শহরে আসেন দেশের উপ নির্বাচন কমিশনার আলোক শুক্লা।