Last Updated: January 13, 2013 22:47

এবারও তারকাহীন শিল্প সম্মেলন বেঙ্গল লিডস। অতিথিদের তালিকায় নেই আম্বানি ভাই বা সাইরাস মিস্ত্রির নাম। গুজরাতে শিল্প সম্মেলনে যেখানে হাজির হয়েছিলেন তাবড় শিল্পপতিরা, সেখানে কেন বাংলার এই হাল? শিল্পমন্ত্রীর দাবি, নাম নয় কাজের লোক এনেই বাংলায় শিল্পায়নে ক্ষেত্রে সাফল্য আনবেন তাঁরা।
রতন টাটা থেকে আম্বানিভাই। গুজরাতের শিল্পসম্মলনে হাজির ছিলেন সকলেই। নরেন্দ্র মোদির গুজরাতকে দেশের শিল্পপতিরা কোন স্থান দিচ্ছেন তা বুঝিয়ে দিয়েছে গুজরাত শিল্পসম্মেলন।
বাংলাতেও কী সেই একই ছবি দেখা যাবে! এবছরের বেঙ্গল লিডস ঘিরে গত কয়েকদিনে এমন জল্পনা জোরদার হয়ে উঠেছিল। দেশের তাবড় শিল্পপতিদের আমন্ত্রণও জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, জল্পনা এবারও জল্পনাই থাকছে। সোমবার থেকে হলদিয়ায় শুরু হচ্ছে এবছরের বেঙ্গল লিডস। তিনদিনের শিল্প সম্মেলনে রাজ্যের শিল্পপতি এবং গুটিকয়েক বাইরের সংস্থার প্রতিনিধি ছাড়া বক্তা হিসেবে নেই কোনও তাবড় ব্যক্তির নাম। এমনকি, ১৫ তারিখ যেদিন মুখ্যমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন সে দিনও মঞ্চে দেশের প্রথম সারির শিল্পপতি বলতে যাদের নাম মনে পড়ে তাদের কারোর উপস্থিত থাকার সম্ভাবনা কম। শিল্পমন্ত্রীর অবশ্য দাবি, মুখ নয়, বিনিয়োগে যাঁরা মুখ্য ভূমিকা নেবেন তাঁরাই নাকি আসছেন শিল্প সম্মেলনে।
শিল্প দফতরের দাবি গতবারের তুলনায় এবার বিভিন্ন বেসরকারি সংস্থার স্টলের সংখ্যা বেড়েছে। বেড়েছে যোগদানকারী প্রতিনিধিদের সংখ্যাও। সেখানেই উঠছে প্রশ্ন, সাধারণ প্রতিনিধি আর স্টলের সংখ্যা বাড়িয়েই কী রাজ্যের কাদায় বসে যাওয়া শিল্পের চাকাকে তোলা যাবে?
First Published: Sunday, January 13, 2013, 22:47