Last Updated: Thursday, September 5, 2013, 16:08
বিজেপি মোদীতে বুক বেঁধেছে। কিন্তু খোদ নরেন্দ্র দামোদর দাস মোদীর পক্ষে গুজরাতের মায়া কাটিয়ে ওঠা বুঝি মুশকিল হয়ে উঠেছে। একথা বলছেন খোদ মোদীই। বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০১৭ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীই হয়ে থাকতে চান মোদী। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় প্রশ্ন ওঠে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এভাবেই ছাত্রদের মাঝে আসবেন কি না? মোদীর জবাব, "আমাকে ২০১৭ পর্যন্ত আপনাদের কাজ করে যেতে হবে, আমি সেটাই করছি।" গুজরাতের মানুষের রায় অনুযায়ী তাঁদের মুখ্যমন্ত্রীর মেয়াদ পূরণ করাকেই প্রাধাণ্য দিতে চেয়েছেন মোদী।