Last Updated: February 23, 2013 21:07

বাংলা (১) কর্ণাটক (০)
সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল গ্রুপের প্রথম ম্যাচেই জয় পেল বাংলা। কুইলনে কর্ণাটককে ১-০ গোলে হারিয়ে দিলেন মনোরঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। গ্রুপ লিগে বাংলাকে পরিচিত ছন্দে খেলতে দেখা যায়নি। শনিবার অবশ্য শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে মেজাজে পাওয়া যায় বাংলা দলকে। চোটের জন্য এদিন দলে ছিলেন না অধিনায়ক দীপেন্দু বিশ্বাস। তা সত্বেও বাংলার জয় আটকায়নি।
বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন নবীন হেলা। প্রথমার্ধের ৩২ মিনিটে গোলটি করেন বাংলার এই স্ট্রাইকার। দীপেন্দুর দাবি, স্ট্রাইকাররা গোলের সুযোগ নষ্ট না করলে আরও বেশি গোলে জিততে পারতেন তারা।
First Published: Saturday, February 23, 2013, 21:07