Last Updated: Tuesday, May 7, 2013, 18:40
প্রায় এক দশক পর কি এবারে জোট রাজনীতির অস্থিরতার হাত থেকে মুক্তি পেতে চলেছে কর্ণাটক? কাল বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে অন্তত সেটাই মনে করছে সেখানকার কংগ্রেস শিবির। দুহাজার চারের পর ফের দক্ষিণী ওই রাজ্যের মসনদে ফেরা নিয়ে আশাবাদী কংগ্রেস। যদিও কংগ্রেসের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনার কথা বললেও টান টান লড়াইয়েই ইঙ্গিত দিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা।