Last Updated: March 16, 2013 09:48

জাতীয় প্যারা জাতীয় প্যারা অ্যাথলিট মিটে বাংলার জয়জয়কার। ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে গত ১২ থেকে ১৪ মার্চ অবধি চলা এই মিটে বাংলা থেকে মোট ১৩ জন অংশগ্রহণ করেছিলেন। এই ১৩জন চ্যাম্পিয়ন অ্যাথলিটের মধ্যে সাতজন দখল করেছেন মোট ১৩টি পদক। তাঁদের সংগ্রহ নটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক।
কিন্তু জাতীয় স্তরে চোখধাঁধানো সাফল্যের পরেও বিন্দুমাত্র বদলায়নি এই ১৩ প্যারা অ্যাথলিটদের সামগ্রিক অবস্থা। সামাজিক ও অর্থনৈতিক ও পরিকাঠামোগত যে চূড়ান্ত অবহেলাকে সঙ্গে করে এই ১৩জন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, ১৩টি পদক নিয়ে ফিরে আসার পরেও হাওড়া স্টেশনে এঁদের ভাগ্যে জুটল চূড়ান্ত অনাড়ম্বর সম্বর্ধনা। বাংলার যথার্থ গর্ব এই ১৩ জনের দিকে ফিরেও তাকালেন না পথ চলতি কোনও মানুষ।
এবারের জাতীয় প্যারা অ্যাথলিট মিটে বাংলার হয়ে পদক পেলেন যাঁরা
সাহেব হুসেন- ৩টি সোনা (২০০মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার)
রুবিয়া চ্যাটার্জি- ২টি সোনা (জ্যাভলিন ও শট পাট)
শম্পা মণ্ডল- ৩টি সোনা (১০০মিটার, ২০০মিটার ও লং জাম্প)
মিনা সাহা- ১টি সোনা ( জ্যাভলিন)
উজ্জ্বল ঘোষ- ১টি রুপো (লং জাম্প)
সাইদা খাতুন- ১টি ব্রোঞ্জ (জ্যাভলিন)
বন্দনা বিশ্বাস - ১টি ব্রোঞ্জ (জ্যাভলিন)
First Published: Saturday, March 16, 2013, 09:48