national para athlet - Latest News on national para athlet| Breaking News in Bengali on 24ghanta.com
জাতীয় প্যারাঅ্যাথলিট মিটে বাংলার জয়জয়কার

জাতীয় প্যারাঅ্যাথলিট মিটে বাংলার জয়জয়কার

Last Updated: Saturday, March 16, 2013, 09:48

জাতীয় প্যারা জাতীয় প্যারা অ্যাথলিট মিটে বাংলার জয়জয়কার। ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে গত ১২ থেকে ১৪ মার্চ অবধি চলা এই মিটে বাংলা থেকে মোট ১৩ জন অংশগ্রহণ করেছিলেন। এই ১৩জন চ্যাম্পিয়ন অ্যাথলিটের মধ্যে সাতজন দখল করেছেন মোট ১৩টি পদক। তাঁদের সংগ্রহ নটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক।