Last Updated: January 1, 2014 12:27

বাংলা- ১৩০, ১৩৯। তামিলনাড়ু-৮৫, ১৮০
রঞ্জি ট্রফিতে অবিশ্বাস্য জয় পেল বাংলা। চিপকে রুদ্ধশ্বাস ম্যাচে তামিলনাড়ুকে ৪ রানে হারিয়ে কার্যত নক আউট পর্বে উঠে গেল লক্ষ্মীরতন শুক্লার দল। ১০২ রানে ১ উইকেট থেকে তামিলাড়ুর ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৩৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক সৌরাশিষ লাহিড়ি। দ্বিতীয় ইনিংসে সৌরাশিষের বোলিংয়ের হিসাব- ৩৩ ওভার বল করে ৬২ রান দিয়ে ৭ উইকেট। 33-11-62-7)।
শেষ উইকেটে তামিলনাড়ুর দুই টেলেন্ডার ২২ রান যোগ করে দারুণ একটা চেষ্টা করেছিলেন, কিন্তু ঋত্বিক চ্যাটার্জির বলের টার্ন বুঝতে না পেরে এলবি আউট হয়ে যান শেষ ব্যাটসম্যান রঙ্গরাজন।
প্রথম ইনিংসে সৌরাশিষ পেয়েছিলেন ৩ উইকেট, অর্থাত্ দু ইনিংস মিলিয়ে পেলেন ১০ উইকেট। ম্যাচ থেকে পুরো ৬ পয়েন্ট পেল বাংলা।
গতকাল বাংলার দ্বিতীয় ইনিংস ১৩৯ রানে শেষ হওয়ার পর তামিলনাড়ুর স্কোর ছিল ১০২-১। দীনেশ কার্তিক অপরাজিত ছিলেন ৫৬ রানে। সেখান থেকে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিলেন লক্ষ্মীরা।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত বাংলা শিবির। বরোদা যদি রাজস্থানকে সরাসরি হারাতে না পারে তাহলেই নক আউটে উঠে যাবে বাংলা।
বাংলাকে বিপদে ফেলতে তামিলনাড়ু টার্নিং ট্র্যাক বানিয়েছিল। কিন্তু নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে গেল কার্তিকরা।
First Published: Wednesday, January 1, 2014, 12:41