Last Updated: Saturday, October 6, 2012, 19:36
রঞ্জি ট্রফির বাংলা দল নির্বাচন আরও কিছুদিন পিছিয়ে গেল। অক্টোবরের তৃতীয় সপ্তাহে দল নির্বাচন হতে পারে। আর তা না হলে পুজোর পর দল নির্বাচন হবে। এমনটাই ইঙ্গিত দিয়ে সিএবি কর্তা ও নির্বাচকরা। নির্বাচকদের মতে বাংলা দল এখনও মাঠে তেমনভাবে নেট প্র্যাকটিস করতে পারেনি। শুধু ইন্ডোরের প্র্যাকটিসের উপর নির্ভর করে দল নির্বাচন করা যায় না।