Last Updated: November 22, 2012 15:39

সদ্য `মেঘে ঢাকা তারা` দিয়ে তাঁর ঋত্বিক ঘটকের প্রতি ট্রিবিউট শেষ করেছেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। এবারে তিনি সেলুলয়েডে আনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের `চাঁদের পাহাড়`। তাঁর হাত ধরেই মাসাইমারায় পাড়ি দিচ্ছে বাংলা ছবি।
ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে আগামী বছরই শুটিং শুরু করবেন কমলেশ। গল্পের প্রেক্ষাপটের সঙ্গে সাযুজ্য রেখে মানুশ খেকো সিংহ, অদ্ভুত দানব ও সত্যিকারের আগ্নেওগিরিকে ছবিতে তুলে আনতেই পুরো শুটিংটাই আফ্রিকায় করবেন পরিচালক। ইউনিটের ঘনিষ্ঠ সূত্রের খবর, কমলেশ শঙ্কর চরিত্রের জন্য ভেবেছেন দেব অথবা পরমব্রতকে। আপাতত স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই কাস্টিংও চূড়ান্ত করে ফেলবেন।
অন্যদিকে এটা ভেঙ্কটেশ ফিল্মসের তৃতীয় অ্যাডভেঞ্চার প্রজেক্ট। সন্দীপ রায়ের `যেখানে ভূতের ভয়` ও সৃজিত মুখার্জির কাকাবাবু সিরিজের পর `মিশর রহস্যে`র পর এবার `চাঁদের পাহাড়`। তবে `চাঁদের পাহাড়` নিয়ে বিশেষ উচ্ছ্বসিত ভেঙ্কটেশ ফিল্মসও। `চাঁদের পাহাড়ে`ই প্রথম উন্নত মানের কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হবে যা এর আগে বাংলা ছবিতে হয়নি। ভিস্যুয়াল এফেক্টসে বলিউড এমনকী হলিউড ছবির সঙ্গে `চাঁদের পাহাড়` পাল্লা দেবে বলে দাবি ভেঙ্কটেশের।
First Published: Thursday, November 22, 2012, 15:39