Last Updated: Thursday, November 22, 2012, 15:39
সদ্য `মেঘে ঢাকা তারা` দিয়ে তাঁর ঋত্বিক ঘটকের প্রতি ট্রিবিউট শেষ করেছেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। এবারে তিনি সেলুলয়েডে আনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের `চাঁদের পাহাড়`। তাঁর হাত ধরেই মাসাইমারায় পাড়ি দিচ্ছে বাংলা ছবি।