বেকাদায় বেশরম রনবীর

বেকাদায় বেশরম রনবীর

বেকাদায় বেশরম রনবীরশাহরুখ আর সলমনকে নিয়ে মজা করে বেকায়দায় পড়েছেন রনবীর কপূর। ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি বেশরমের ট্রেলর। আর এর মধ্যেই ডিসলাইক ছুঁয়েছে ৬০০০!

ট্রেলরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেতে প্রাতঃকৃত্য সারতে বসে রনবীর গুনগুন করছেন, "তুঝে দেখা তো ইয়ে জানা সনম।" কখনও আবার পুলিসের ভূমিকায় ঋষি কপূরকে বলছেন, "সির্ফ চুলবুল নাম রাখনে সে কোই দাবাং নহি বন যাতা(চুলবুল নাম রাখলেই কেউ দাবাং হয়ে যায় না)।" এই দুটো দৃশ্য দেখেই বেজায় চটেছেন শাহরুখ, সলমনের অগণিত ভক্তকূল। ডিসলাইকের সঙ্গেই বেড়ে চলেছে বিরক্তিকর মন্তব্যও।

তবে এইসবে মোটেও বিচলিত নন পরিচালক অভিনব কাশ্যপ। বললেন, "আমি শুধু দুটো মুহূর্তকে ধরেছি ছবিতে। একটি তার মধ্যে আমার নিজেরই ছবি দাবাংয়ের সংলাপ। অন্যটিতে শাহরুখের গানের লাইন ব্যবহার করেছি। আণি গানের রাইট কিনেছি তার আগে। আমার মনে হয় শাহরুখ, সলমনের ভক্তরা একটু বেশিই বাড়াবাড়ি করছে।"








First Published: Wednesday, August 14, 2013, 16:02


comments powered by Disqus