Last Updated: Tuesday, July 23, 2013, 18:18
বহুদিন ধরেই মিডিয়ার কাছে লুকোচুরি খেলছিলেন দুজনে। তবে এবার বোধহয় লুকোতে লুকোতে দুজনেই ক্লান্ত হয়ে পড়েছেন। তাই মিডিয়ার সামনে এলেন স্বাভাবিক ভাবেই। শুক্রবার দুজনে একসঙ্গে গেলেন লুটেরার বিশেষ স্ক্রিনিং দেখতে। ক্যাটরিনা বসেছিলেন গাড়ির পিছনের সিটে। রনবীর সামনে ড্রাইভারের পাশে। দুজনের কেউই চেষ্টা করেননি মিডিয়ার চোখ থেকে নিজেদের বাঁচাতে।