ভাঙড়-কাণ্ড : অধ্যাপিকার বিরুদ্ধে এফআইআর দায়ের

ভাঙড়-কাণ্ড : অধ্যাপিকার বিরুদ্ধে এফআইআর দায়ের

ভাঙড়-কাণ্ড : অধ্যাপিকার বিরুদ্ধে এফআইআর দায়েরআলিপুর আদালতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের অভিযোগের ভিত্তিতে, অধ্যাপিকা দেবযানী দে`র বিরুদ্ধে মামলা রুজু করল ভাঙড় থানার পুলিস। আলিপুর সিজেএম আদালতে গত ২৭ এপ্রিল অভিযোগ করেছিলেন আরাবুল ইসলাম। সেই অভিযোগের ভিত্তিতে গত ২ মে ভাঙড় থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে ভাঙড় থানা। দেবযানী দে`র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০০ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ৩৪১ ধারায় কোথাও ঢুকতে বা বেরোতে বাধা দেওয়া, ৫০০ ধারায় মানহানি, ও ৫০৬ ধারায় হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে। ৩টি ধারাই জামিনযোগ্য।

গত মাসে ভাঙড় কলেজে ওয়েবকুটার জেনারেল বডির নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। তৃণমূল নেতা আরাবুল ইসলাম ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি। কলেজের শিক্ষিকাদের অভিযোগ, তাঁর পছন্দ মতো ৫ শিক্ষিকাকে পরিচালন সমিতিতে পাঠাতে হবে বলে দাবি করেন আরাবুল ইসলাম। রাজি না-হওয়ায় অধ্যাপিকা দেবযানী দে-কে হেনস্থার অভিযোগ ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুল ইসলাম ওই অধ্যাপিকাকে লক্ষ্য করে বোতল ও জগ ছুড়ে মেরেছে বলেও অভিযোগ। যদিও আরাবু ইসলাম পাল্টা দাবি করেন, সিপিএম সমর্থক ওই অধ্যাপিকা উদ্যেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন।

First Published: Friday, May 4, 2012, 10:32


comments powered by Disqus