Last Updated: Saturday, October 12, 2013, 10:54
পুজোর সময় প্রতিদিনই রাস্তায় নামেন প্রায় ৩১ হাজার পুলিসকর্মী। কেউ দেখেন নিরাপত্তা, কেউ দেখেন যানবাহন ব্যবস্থা। আবার কারও দায়িত্ব নজরদারির। পুজো মানে পঞ্চমী থেকে দশমী শুধু নয়, কলকাতা পুলিসকে যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হয় প্রতিমা বিসজর্ন পর্যন্ত। কিন্তু আমজনতার দায়িত্ব নেওয়া এই পুলিসকর্মীরাই সময় দিতে পারেন না নিজেদের পরিবার-পরিজনদের। তার মাঝেই নিজেদের মতো উদ্যোগ নিয়ে উত্সবে সামিল হন পুলিসকর্মীদের পরিবারের সদস্যরা।