ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী

ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক তৃণমূল কর্মীভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক সর্দার হত্যাকাণ্ডে আরও এক তৃণমূল কর্মীকে পুলিস গ্রেফতার করল। ধৃতের নাম খলিল শেখ। গত পঁচিশে ফেব্রুয়ারি ভাঙড়ের সিংহেশ্বর বাজারে খুন হন ওই তৃণমূল নেতা। তৃণমূল নেতা জাহাঙ্গীর খান চৌধুরী সহ বারো জনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের ছেলে।

অভিযোগ উঠছে রাজ্জাক সর্দারকে হামলার সময় বাজারে লোডশেডিং করিয়ে দিয়েছিলেন ধৃত খলিল শেখ। গতকাল গভীর রাতে রাজাপুর গ্রামের গোপন ডেরা থেকে তাকে পুলিস গ্রেফতার করে। এর আগে তিন তৃণমূল নেতাসহ আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিস। তবে এখনও খোঁজ মেলেনি মূল অভিযুক্ত জাহাঙ্গির খান চৌধুরীর।

First Published: Sunday, March 2, 2014, 19:12


comments powered by Disqus