Last Updated: Friday, March 29, 2013, 09:57
পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল তা কার্যত সত্যি প্রমাণিত হতে চলেছে। ২৬ এপ্রিল ভোট করতে হলে আজই নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি জারি করতে হবে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে একাধিক প্রশ্নে তাদের মতবিরোধ তুঙ্গে ওঠায় সেই সম্ভাবনা অনেকটাই কম। পাশাপাশি কমিশনের একাংশের দাবি ছুটির দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়না। ফলে সব মিলিয়ে ২৬ এপ্রিল আদৌ ভোট হতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বুধবার দুপুর বারোটা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বৈঠকের পর তিনি জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আগামিকাল রাজভবনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। দুপুর সাড়ে বারোটায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন সুব্রত মুখোপাধ্যায়।