ভূতনাথ অমিতাভ রিটার্নস

ভূতনাথ অমিতাভ রিটার্নস

ভূতনাথ অমিতাভ রিটার্নস ভূতনাখ রিটার্নস। ভূতনাথের সিক্যোয়েল নিয়ে পর্দায় একসঙ্গে ফিরছেন অমিতাভ, শাহরুখ, জুহি। সঙ্গে বোমান ইরানি। সেই ছবিরই প্রথম ট্রেলর লঞ্চ হল মঙ্গলবার।

ট্রেলর মুক্তি অনুষ্ঠানে অমিতাভ বলেন,"" আমাকে ছবির সিক্যোয়েলের প্রস্তাব দেওয়ার জন্য টি-সিরিজকে ধন্যবাদ। পার্থ এই ছবির হিরো। একমাত্র সেই আমাকে ছবিতে দেখতে পায়। ও হিরো, আর আমি জিরো।``

এই ছবিতে একটি গরীব ছেলে ভূত দেখার ক্ষমতা পাবে। তার সঙ্গে বন্ধুত্ব করবে। ভূতের সাহায্য নিয়ে অন্যায় ও দুর্নীতির মোকাবিলা করবে।

নিতেশ তিওয়ারি পরিচালিত ছবি মুক্তি পাচ্ছে আগামী ১১ এপ্রিল।

ট্রেলর দেখুন নিচে:

First Published: Wednesday, February 26, 2014, 22:07


comments powered by Disqus