বিতর্কের জালে জড়িয়েও মহেশ খেতাব জিতছেন

বিতর্কের জালে জড়িয়েও মহেশ খেতাব জিতছেন

বিতর্কের জালে জড়িয়েও মহেশ খেতাব জিতছেনবিতর্কে তিনি জর্জরিত। কখনও লিয়েন্ডার, কখনও ফেডারেশনের সঙ্গে বিবাদে জডি়য়ে কিছুটা একঘরেও। অবসরে নিয়ে নেবেন এ বছরের শেষে। সেই মহেশ ভূপতি দুবাই ওপেনের ডাবলস খেতাব জিতে প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। এ বছর মহেশের এটা প্রথম খেতাব।

দুবাই ওপেনের ডাবলসের ফাইনালে অবাছাই মহেশ ভূপতি- লোডরা জুটি ৭-৬, ৭-৬ হারালেন রবার্ট লিন্ডসটেড- নেন্দাদ জিমোজিক। দুবাই ওপেনে মহেশের এটা পঞ্চম খেতাব। এই দুবাই ওপেনে মহেশ ১৯৯৮ সালে লিয়েন্ডাররা সঙ্গে প্রথমবার খেতাব জেতেন।

First Published: Saturday, March 2, 2013, 21:44


comments powered by Disqus