Dubai ATP event - Latest News on Dubai ATP event| Breaking News in Bengali on 24ghanta.com
বিতর্কের জালে জড়িয়েও মহেশ খেতাব জিতছেন

বিতর্কের জালে জড়িয়েও মহেশ খেতাব জিতছেন

Last Updated: Saturday, March 2, 2013, 21:44

বিতর্কে তিনি জর্জরিত। কখনও লিয়েন্ডার, কখনও ফেডারেশনের সঙ্গে বিবাদে জডি়য়ে কিছুটা একঘরেও। অবসরে নিয়ে নেবেন এ বছরের শেষে। সেই মহেশ ভূপতি দুবাই ওপেনের ডাবলস খেতাব জিতে প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। এ বছর মহেশের এটা প্রথম খেতাব।