প্যারিস মাস্টার্স ভূপতি-বোপান্নার দখলে

প্যারিস মাস্টার্স ভূপতি-বোপান্নার দখলে

প্যারিস মাস্টার্স ভূপতি-বোপান্নার দখলেবহু বিতর্কের পর ভূপতি-বোপান্নার ঝুলিতে অবশেষে ট্রফির দেখা মিলল। প্যারিস মাস্টার্স জিতলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। এই মরসুমে এটি তাঁদের দ্বিতীয় খেতাব। তবে জয়ের পথ মোটেই সুগম হয়নি এই ভারতীয় জুটির। প্রথম সেটে ছবার ব্রেক পয়েন্ট খুইয়ে শেষপর্যন্ত টাইব্রেকারে জয় অর্জন করেন তাঁরা।

প্রায় এক ঘণ্টা চব্বিশ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর সপ্তম বাছাই আইসাম কুরেশি ও জুলিয়েন রজারকে হারিয়ে ফাইনালেন জয় পান ভূপতি-বোপান্না। খেলার ফল ৭-৬, ৬-৩। এর আগে এবছর দুবাই এটিপি চ্যাম্পিয়নশিপ জিতেছেন তাঁরা। সিনসিনাটি ও সাংহাই ওপেনের ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভূপতি ও বোপান্নাকে।     

First Published: Monday, November 5, 2012, 08:42


comments powered by Disqus