Last Updated: Wednesday, August 1, 2012, 16:47
অলিম্পিক টেনিসে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন সপ্তম বাছাই ভারতীয় জুটি। বেনেটিউ-গাসকোয়েট জুটির কাছে ৩-৬, ৪-৬ ফলে হেরে যান মহেশ ভূপতি রোহন বোপান্না জুটি। ডাবলসে পদক জয়ের আশায় এই জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত।