Last Updated: March 6, 2012 23:26

উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেন মহেশ ভূপতি। এমনটাই জানিয়েছে সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন।
ডেভিস কাপে ভারতের অধিনায়ক এসপি মিশ্রা চেয়েছিলেন পেজ, ভূপতি এবং বোপান্না থেকে যে কোন দুজন ডবলসে খেলুক। রোহন বোপান্নাকে পেজের সঙ্গে জুটি বেঁধে খেলার জন্য মহেশ ভূপতি ডবলস থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এমনটাই জানিয়েছেন ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের সচিব অনিল খান্না। তিনি জানিয়েছেন ভূপতি মনে করেন পেজ এবং বোপান্না এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছেন। তাই এই জুটিকেই উজবেকিস্তানের বিরুদ্ধে খেলানো উচিত।
First Published: Tuesday, March 6, 2012, 23:26