Last Updated: Saturday, February 2, 2013, 09:23
হার দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। ডেভিস কাপে এশিয়া-ওশিনিয়া গ্রুপের প্রথম দুটি সিঙ্গলসেই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। বিনা লড়াইয়ে নতি স্বীকার করেন ভি এম রঞ্জিত। চোট পেয়ে ম্যাচ ছাড়তে হয় বিজয়ন্ত মালিককে।