নরেন দের ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়, সরকারের বিবৃতির দাবি বামেদের

নরেন দে-র ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়, সরকারের বিবৃতির দাবি বামেদের

নরেন দে-র ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়,  সরকারের বিবৃতির দাবি বামেদেরনরেন দের ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়। প্রাক্তন কৃষিমন্ত্রীর ওপর হামলা নিয়ে সরকারের বিবৃতির দাবি তোলে বামেরা। তাঁদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিবৃতি দিন পরিষদীয় মন্ত্রী। কিন্তু সরকার পক্ষ কোনও বিবৃতি না দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম বিধায়করা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সাফ কথা, বিবৃতি দিতেই হবে সরকারকে।

গত ৮ ডিসেম্বর হুগলির ধনেখালিতে ফরওয়ার্ড ব্লকের কর্মিসভায় গিয়ে আক্রান্ত হন প্রাক্তন কৃষিমন্ত্রী নরেন দে। মারধর করা হয় প্রাক্তন বিধায়ক অজিত পাত্রকেও। হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

গত রবিবার দুপুরে ধনেখালিতে ফরওয়ার্ড ব্লকের কার্যালয়ে হামলা চালায় জনা তিরিশের সশস্ত্র দুষ্কৃতী। প্রাক্তন কৃষিমন্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিস এসে উদ্ধার করে তাঁকে।

First Published: Tuesday, December 10, 2013, 14:47


comments powered by Disqus