attack on naren dey - Latest News on attack on naren dey| Breaking News in Bengali on 24ghanta.com
নরেন দে-র ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়,  সরকারের বিবৃতির দাবি বামেদের

নরেন দে-র ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়, সরকারের বিবৃতির দাবি বামেদের

Last Updated: Tuesday, December 10, 2013, 14:42

নরেন দের ওপর হামলার আঁচ আজও পড়ল বিধানসভায়। প্রাক্তন কৃষিমন্ত্রীর ওপর হামলা নিয়ে সরকারের বিবৃতির দাবি তোলে বামেরা। তাঁদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিবৃতি দিন পরিষদীয় মন্ত্রী। কিন্তু সরকার পক্ষ কোনও বিবৃতি না দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম বিধায়করা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সাফ কথা, বিবৃতি দিতেই হবে সরকারকে।