Last Updated: February 23, 2012 21:59

দীর্ঘ ১২ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বাড়ি ফিরলেন বিগ বি। বহুদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন তিনি। ১১ ফেব্রুয়ারি তলপেটে ব্যথা নিয়ে আন্ধেরির সেভেন হিল্স হাসপাতালে ভর্তি হন অমিতাভ। সেদিনই অস্ত্রপচার হয় তাঁর। চিকিত্সকরা জানিয়েছিলেন বৃহস্পতিবার সন্ধে ৭টায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
অস্ত্রপচারের পর চিকিত্সকরা জানিয়েছিলেন অস্ত্রোপচার সফল হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু পরে অমিতাভ তাঁর ব্লগে জানান যে অস্ত্রচারের পরও তাঁর ব্যথা কমেনি। সেই কারণে অতিরিক্ত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। আরেকবার অস্ত্রপচার হতে পারে বলেও শোনা যাচ্ছিল। এরপর চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে আর কোনও অস্ত্রপচার হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
অসুস্থ থাকা সত্ত্বেও, সময় পেলেই হাসপাতালে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার কথা জানাতেন বিগ বি তাঁর ব্লগে। গতকাল রাতেও তিনি টুইটারে জানান "হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছি।"
১৯৮২ সালে কুলি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় বড় ধরনের একটি দুর্ঘটনায় পরেন অমিতাভ। কোমা থেকে তখন ফিরে আসতে পারলেও ব্যথা তাঁকে বহুবার কাবু করেছে। ২০০৫ সালে নভেম্বরে অস্ত্রপচারের জন্য হাসপাতালে ভর্তি হন আরেকবার। অস্ত্রপচারের পর ২ মাস হাসপাতালেই থাকতে হয়েছিল বিগ বি`কে। ৩ বছর পর ১১ অক্টোবরে ব্যথার জন্য আবার হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ। এই রোগের কারণে অমিতাভের পাকস্থলীর টিস্যুগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল বলেই তলপেটের ব্যথায় ভুগছিলেন তিনি।
First Published: Friday, February 24, 2012, 12:07