Last Updated: October 28, 2013 19:29

বয়স সত্তর পেরিয়ে একাত্তর। কিন্তু এখনও বলিউডের শাহেনশাহ তিনিই। ফিটনেসেও পিছনে ফেলে দেবেন নতুন প্রজন্মের যে কোনও অভিনেতাকে। তিনি বিগ বি। এই বয়সেও জিমে যেতে ভোলেন না একদিনও।
রবিবার নিজের ব্লগে বিগ বি লেখেন, "ব্যাথা হলেও, আলস্য লাগলেও আমি প্রতিদিন জিমে যাই। যা কিছু হয়ে যাক। সহ্য করুন, এর সঙ্গে যুদ্ধ করুন, আপনার শরীর যন্ত্রনায় ছিঁড়ে যাক, চিত্কার করুন আনন্দে এবং সবশেষে কষ্টকে জয় করার উল্লাসে মেতে উঠুন। পরের দিন আবার নতুন স্ট্রাগল আসবে কিন্তু সুফল সবসময়ই থাকবে আপনার সঙ্গে।"
আপাতত কউন বনেগা ক্রোড়পতির সপ্তম সিজন নিয়ে ব্যস্ত অমিতাভ।
First Published: Monday, October 28, 2013, 19:29