Last Updated: December 30, 2013 20:18

-----------------------------------------------------------------------------------
বড়সড় অগ্নিকাণ্ড থেকে রেহাই পেল বড়বাজার। আজ আগুন লাগে কালাকার স্ট্রিটের একটি মুদি দোকানে। কয়েক ঘণ্টার চেষ্টাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ফের প্রশ্ন উঠল এলাকার সুরক্ষা নিয়ে। বড়বাজারের মত এলাকায় নিরাপত্তার গলদ স্বীকার করে নিয়েও একে অপরের ওপর দোষ চাপিয়েই দায় এড়ালেন স্থানীয় দুই কাউন্সিলর।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে বড়বাজারের কালাকার স্ট্রিটের একটি মুদি দোকানে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মুদি দোকানটি রয়েছে একটি ছতলা বহুতলের নীচের তলায় । স্থানীয়দের অভিযোগ, আবাসন হওয়া সত্ত্বেও এখানে ব্যবসার ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। ফলে ক্রমশ ঘিঞ্জি হয়ে উঠছে এলাকা। ফলে বারবার আগুন লাগছে ওই এলাকায়।
আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌছন স্থানীয় তেইশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা ও চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃণাল সাহা। দুজনেই একে অপরের ওপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়েন ।
এর আগেও বড় ধরনের আগুন লাগে বড়বাজারের নন্দরাম মার্কেটে। শহরে আরও কয়েকটি বড় অগ্নিকাণ্ড হয়। কিন্তু এতকিছুর পরও হুশ ফেরেনি প্রশাসনের। পরিবর্তন হয়নি নিরাপত্তা ব্যবস্থার। এদিনের ঘটনাই তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
First Published: Monday, December 30, 2013, 20:18