Last Updated: Sunday, March 16, 2014, 09:53
মুম্বইয়ের থানেতে বহুতলে আগুনে মৃত্যু হল দুজনের। আজ ভোরে আগুন লাগে সামতানগরের সুন্দরবন পার্কের একটি বহুতলে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে বারো তলায়। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুনে পুড়ে বহুতলের বাসিন্দা এক দম্পতির মৃত্যু হয়। বাসিন্দাদের অনেকে বহুতলের ভেতর আটকে পড়েন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।