Big political victory for BJP as TRAI Amendment Bill passed in Lok Sabha

একশো আশি ডিগ্রি ঘুরে মোদীর পাশে তৃণমূল, ধ্বনি ভোটে পাশ হল ট্রাই সংশোধনী বিল

একশো আশি ডিগ্রি ঘুরে মোদীর পাশে তৃণমূল, ধ্বনি ভোটে পাশ হল ট্রাই সংশোধনী বিলমোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল। আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে ট্রাই আইন সংশোধনী বিলকে সমর্থন করল তারা। আজ লোকসভায় বিল নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল সৌগত রায়ের। কিন্তু, তাঁর পরিবর্তে তৃণমূলের তরফে বিতর্কে অংশ নেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সরকারের পাশে দাঁড়িয়ে বিলকে সমর্থন করার কথা জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। ট্রাইয়ের প্রাক্তন চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রকে প্রধানমন্ত্রী তাঁর প্রধান সচিব হিসাবে নিয়োগ করেছেন। এ জন্য অর্ডিন্যান্স আনতে হয় সরকারকে। কারণ, বর্তমান ট্রাই আইন অনুযায়ী সংস্থার প্রাক্তন চেয়ারম্যান অবসরের পর সরকারি পদে নিযুক্ত হতে পারেন না। নৃপেন্দ্র মিশ্রর নিয়োগকে আইনসিদ্ধ করতে সরকার ট্রাই আইন সংশোধনী বিল সংসদে পেশ করে। তৃণমূল শুরু থেকে বিলের বিরুদ্ধে থাকলেও আজ সম্পূর্ণ ইউ টার্ন নিয়ে লোকসভায় বিলকে সমর্থন করে তারা। তৃণমূলের এই অবস্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কী এমন হল যাতে মুহূর্তে বদলে গেল দলের অবস্থান? সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই তৃণমূলের এই অবস্থান বদল বলে মনে করা হচ্ছে। আজ লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে যায় ট্রাই আইন সংশোধনী বিল।

তবে এর আগে লোকসভায় ট্রাই সংশোধনী বিল পাশে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। কংগ্রেস এবং তৃণমূল এই বিলের বিরোধিতা করে। তবে, এনসিপি ও বিএসপি বিল সমর্থনের আশ্বাস দিয়েছে। এই বিল পাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসাবে প্রাক্তন টেলিকম কর্তা নৃপেন্দ্র মিশ্রের নিয়োগ বৈধতা পাবে। প্রাক্তন টেলিকম কর্তা নৃপেন্দ্র মিশ্রর এই পদে নিয়োগের তীব্র বিরোধিতা করছিল কংগ্রেস ও তৃণমূল। তখনই এই নিয়োগকে বৈধ করতে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। লোকসভায় গরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় এখনও সংখ্যালঘু এনডিএ।

First Published: Monday, July 14, 2014, 14:32


comments powered by Disqus