TRAI Amendment - Latest News on TRAI Amendment| Breaking News in Bengali on 24ghanta.com
একশো আশি ডিগ্রি ঘুরে মোদীর পাশে তৃণমূল, ধ্বনি ভোটে পাশ হল ট্রাই সংশোধনী বিল

একশো আশি ডিগ্রি ঘুরে মোদীর পাশে তৃণমূল, ধ্বনি ভোটে পাশ হল ট্রাই সংশোধনী বিল

Last Updated: Monday, July 14, 2014, 14:32

মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল। আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে ট্রাই আইন সংশোধনী বিলকে সমর্থন করল তারা। আজ লোকসভায় বিল নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল সৌগত রায়ের। কিন্তু, তাঁর পরিবর্তে তৃণমূলের তরফে বিতর্কে অংশ নেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।