Last Updated: Monday, July 14, 2014, 14:32
মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল। আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে ট্রাই আইন সংশোধনী বিলকে সমর্থন করল তারা। আজ লোকসভায় বিল নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল সৌগত রায়ের। কিন্তু, তাঁর পরিবর্তে তৃণমূলের তরফে বিতর্কে অংশ নেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।