Last Updated: December 28, 2013 22:18

বিগ বস ৭-এর বিজয়ী গওহর খান। ফাউনালিস্ট তনিশা মুখার্জি, সংগ্রাম সিং, আজাজ খানকে হারিয়ে জিতে নিলেন গওহর।
বিগ বসের ঘর থেকে আউট হয়ে যাওয়া কামিয়া পঞ্জাবি ও প্রত্যুষা ব্যানার্জির সঙ্গে ফেভিকল সে-র সঙ্গে নাচের তালে পা মেলালেন সলমন। কামিয়া, প্রত্যুষা দুজনেই মনে করছেন শো জিতবেন তনিশা। তবে সলমনের হিসেবে তনিশা, সংগ্রাম দুজনেই বসের ঘরে থেকেছেন ১০৫ দিন করে। গওহর থেকে থেকেছেন ১০৩ দিন। দুদিনের জন্য ঘরের বাইরে ছিলেন গওহর। ওয়াইল্ড কার্ড এন্ট্রি আজাজ খান ছিলেন মাত্র ৬৩ দিন।
বিগ বসের ঘরের সবথেকে মুখরোচক গল্পো ছিল অরমান-তনিশার সম্পর্ক। ফিনালেতে রা.ওয়ানের গান `কিঁউ বোলে মোসে মোহন`-এর সঙ্গে নাচেন অরমান-তনিশা। `হর কিসি কো নহি মিলতা`-র সঙ্গে শয্যাদৃশ্যেও অভিনয় করেন।
গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল বিগ বস ৭।
First Published: Saturday, December 28, 2013, 22:32