Last Updated: Thursday, November 28, 2013, 18:49
এত দিন বিগ বস মানেই ছিল ঝগড়া আর কূটকচালি। তবে এবারের বিগ বসে প্রেমের জোয়ারে ভাসিয়ে দিয়েছে প্রতিযোগীদের। কূশল আর গওহর নিজেদের ভাললাগা জানিয়েই ফেলেছেন, অরমান-তনিশার সম্পর্কও এখন হটকেক। এর মধ্যেই ধুনো দিতে এবার বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন অরমানের প্রেমিকা তানিয়া!